মোঃঝুটন মিয়া ( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ:
রোযাদারদের ইফতার করিয়েছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষ্যে মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ১২ তম ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। (১৮ মার্চ ২৫ খ্রি.), রোজ:মঙ্গলবার মধ্য অষ্টগ্রাম দালান হাটি জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবছর ও রোযাদারদের কে ইফতার করানো হয়।
মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতিঃ মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরজাদা সৈয়দ শাহজাদা মিয়া আশরাফী। উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি
ইউনুছ আলী,। আব্দুস সালাম, মুহাম্মদ এলেম মিয়া,
সাইফুল ইসলাম হিমেল,
মাও: আজহার আশরাফী,
মাও: মূসা খান আশরাফী, মাও:ক্বারী ইয়াছিন মোনাওয়ার, মাও: মনিরুজ্জামান,
সংগঠনের সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্তর,বিজয়, রাজেল,সৌরভ, রবিন আহমেদ রুমন,তারেক আহমেদ,
সুমন মিয়া,নিরব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন,ঐতিহাসিক বদর দিবস কে ইয়াওমুল ফোরকান তথা হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।সে দিন ঈমানী চেতনায় স্বল্পসংখ্যক মুজাহিদ বাহিনী বিপুলসংখ্যক কাফির সৈন্যবাহিনীকে পরাস্থ করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন।বদর প্রান্ত থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়। এই যুদ্ধে আল্লাহর বিশেষ সাহায্যে ইসলাম ও মুসলমানদের বিজয় দান করেন।
এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না।
অনুষ্ঠান শেষে মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।
আপনার মতামত লিখুন :