অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ লাভ শেয়ার বিডি’র


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন /
অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ লাভ শেয়ার বিডি’র

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আমেরিকা বাংলাদেশী প্রবাসীদের মানবিক সংগঠন ‘লাভ শেয়ার বিডি’।
মঙ্গলবার ২৫ মার্চ বিকালে শহরতলীর সাতারপুর বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন লাভ শেয়ার বিডি’।সংগঠনের সমন্বয়ক রায়হান কাউসার বাপ্পি এ আয়োজন করেন।এ দিন কয়েক শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।পরে ধনী গরীব সবাই মিলে একত্রে ইফতার করেন।ঈদের আগে নতুন পোশাক পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে অসহায় হতদরিদ্ররা।
এ সময় তাদের চোখে মুখে আনন্দের হাসি লক্ষ করা যায়।ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয় তারা।প্রতিবছরই এমন আয়োজন করে আসছে লাভ শেয়ার বিডি নামের আমেরিকা বাংলাদেশী প্রবাসীদের এ মানবিক সংগঠনটি।
সংগঠনের সমন্বয়ক সামাজিক ব্যাক্তিত্ব রায়হান কাউসার বাপ্পির পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সাদেক নয়ন,সমাজকর্মী হারুন উর রশিদ,দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম,অব.সেনাবাহিনী জাহাঙ্গীর আলম,পদ্মা জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম,কম্পিউটার বাংলার স্বত্বাধীকারি শফিউল আলম শফিক,যুবদল নেতা রুহুল আমিন প্রমুখ।
সংগঠনের পক্ষে সমন্বয়ক রায়হান কাউসার বাপ্পি জানান,সমাজের কম সুবিধাভোগী মানুষদের কথা চিন্তা করেই আমাদের এ আয়োজন।প্রতিবছরই আমরা এ ধরণের আয়োজন করে থাকি।এর আগে শীতবস্ত্র বিতরণ করেছি।আমাদের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।