কটিয়াদীতে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতারে মিলনমেলা 


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন /
কটিয়াদীতে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতারে মিলনমেলা 

সাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক  সমিতির ইফতারে সকল পেশাজীবি মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে৷ কয়েক শতাধিক শিক্ষক এতে অংশ নিয়েছেন।
বুধবার সন্ধায় প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে সমিতির ভবন সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাইদ মোঃ ইকবালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আফজাল হোসেন, কটিয়াদী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ শাহজাহান কবির ভূঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমান আলী, মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাশিদ, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক আলমগীর জোয়ারদার, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু, শফিকুল ইসলাম বাদল।

এসময় আরো উপস্থিত ছিলেন,কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ  মোঃ তরিকুল ইসলাম, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, কটিয়াদী ডিগ্রি কলেজের সাবেক জিএস ও  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক জহির উদ্দিন বাদশা, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু প্রমুখ।