করিমগঞ্জে অপারেশন ডেভিল হান্টে রুস্তম মেম্বার গ্রেফতার


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ৮:২০ অপরাহ্ন /
করিমগঞ্জে অপারেশন ডেভিল হান্টে রুস্তম মেম্বার গ্রেফতার

করিমগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তি রুস্তম মেম্বার (৫০), করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁও এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেফতারকৃত রুস্তম মেম্বারকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।