বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আর সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমেদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবৃত্তি, সংগীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
আপনার মতামত লিখুন :