করিমগঞ্জে তারুণ্যের উৎসবে বিচিত্রা অনুষ্ঠান


Ashraful Islam প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন /
করিমগঞ্জে তারুণ্যের উৎসবে বিচিত্রা অনুষ্ঠান

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বালিয়া উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে “বিচিত্রা অনুষ্ঠান” শিরোনামে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক ফরহাদ।
  • নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল।
  • করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ হেদায়েত উল্লাহ।
  • করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাজিম উদ্দিন।
  • নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিক।
  • জেলা ছাত্রদলের সহ-সভাপতি তনয় মোল্লা।
  • করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মাহফুজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আর সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক

প্রধান অতিথি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমেদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবৃত্তি, সংগীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।