করিমগঞ্জে ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন /
করিমগঞ্জে ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে এ্যাডভান্সড শিক্ষা পরিবার নামে একটি সংগঠনের উদ্যোগে ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ, সোমবার সকালে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে ধর্ষণবিরোধী স্লোগান তুলে ধরেন।

সমাবেশ ও বক্তব্য-

মিছিলের আগে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—

  • এ্যাডভান্সড শিক্ষা পরিবারের কর্ণধার গোলাম রাব্বানী সজীব।
  • বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আবু মুসা শান্ত।
  • শিক্ষক জিহান স্যার।
  • মানবিক কর্মী ইয়াছিন, আসিফসহ আরও অনেকে।

গোলাম রাব্বানী সজীব বলেন,
“আমরা সরকারের কাছে ধর্ষকদের দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। পাশাপাশি নারীর প্রতি শ্লীলতাহানি ও টিজিং বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্ষণ নির্মূলে শিক্ষাব্যবস্থার সর্বস্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা জরুরি।

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ-

বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনা নৃশংসতা ও বর্বরতাকেও হার মানিয়েছে। আসিয়া ও অন্যান্য ধর্ষণের শিকারদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

দাবি ও প্রত্যাশা

বক্তারা দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

জানা যায়, ওই দিন করিমগঞ্জ সরকারি কলেজ ও কিশোরগঞ্জ পলিটেকনিক্ শাখা ছাত্রদল পৃথক পৃথকভাবে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল করেছে।