করিমগঞ্জে ২৮ শিক্ষার্থী পেল ডিএসকে’র ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি


Ashraful Islam প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন /
করিমগঞ্জে ২৮ শিক্ষার্থী পেল ডিএসকে’র ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কিশোরগঞ্জ-০২ অঞ্চলের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় করিমগঞ্জ শাখা অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৮ জন শিক্ষার্থীকে মোট ৪ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ শহীদুজ্জামান ভূঁঞা। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সজল মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সরকার এবং কাদিরজঙ্গল শাখা ব্যবস্থাপক শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) মোঃ জুয়েল খান।

ডিএসকে সূত্রে জানা যায়, সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রতিবছর ঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের মেধাবী সন্তান ও অন্যান্য দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে ডিএসকে সারাদেশে শিক্ষাবৃত্তি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করেছে।

এর আওতায় এসএসসি পাস করা ৫৫৬ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে, এইচএসসি পাস করা ৫৫৬ জনকে ২৪ হাজার টাকা করে, উচ্চশিক্ষায় অধ্যয়নরত ২২ জনকে ৬০ হাজার টাকা করে, কমরেড রতন সেন স্কুলের ৩৫ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে এবং দুর্গাপুরের শিক্ষা কার্যক্রম ও অন্যান্য বিশেষ আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হচ্ছে।

কিশোরগঞ্জ-০২ অঞ্চলের সাতটি শাখার মধ্যে এবার এসএসসি পাস করা ১৪ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি পাস করা ১৪ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, সংস্থার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং দরিদ্র পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করবে।