কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে হাজী ড্রাগ হাউজ নামের একটি ঔষুধের ফামের্সীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার ২০ মার্চ ভোর রাতে সদর উপজেলার বিন্নাটি বাজারে একটি ঔষুধের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয় দোকানের মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন গতকাল বৃহস্পতিবার ২০ মার্চ কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, দোকানের মালিক মোহাম্মদ ইসমাইল মিয়া দীর্ঘদিন যাবৎ হাজী ড্রাগ নামক একটি ঔষুধের দোকানে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পিতিবার সকাল ১১টায় দোকানে আসলে দেখে দোকানের শার্টার ভেঙে একটি চোর চক্র প্রায় ৭ লক্ষ টাকার ঔষুধ নিয়ে যায়। কিন্ত কে-বা-কারা এ চুরি করেছে তা তিনি শনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে বাজারের নিরাপত্তা প্রহরী মো: দুলাল মিয়া বলেন, আমি চুরির কিছুক্ষণ আগে দেখেছি ৩টি তালা ও দোকানের শার্টার সব কিছুই ঠিক আছে। কিন্তু চুরির বিষয়টি আমার চোখে পড়েনি।
দোকান মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরের দিন সকাল ১১টায় দোকানে আসলে দেখি দক্ষিণ পার্শের শার্টার ভেঙ্গে আমার দোকানের আনুমানিক ৭ লক্ষ টাকার ঔষুধ চোরে নিয়ে গেছে। বিষয়টি আশে পার্শের দোকানের মালিক এবং বাজার কমিটিকে অবগতি করি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয় আমরা কাজ করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :