মামলার পটভূমি-
মামলার বাদী তরিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করেন। অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতু থেকে শহীদি মসজিদ এলাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের হামলায় তিনি আহত হন। ওই ঘটনায় তিনজন নিহত হন এবং অনেকে গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।
আসামিদের তালিকা
মামলার প্রধান আসামি শেখ হাসিনা। অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য-
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শুধু সদর থানায় ১৫টি মামলা হয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় ৪ হাজার ব্যক্তির নাম উল্লেখসহ ১০ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে।
সম্পাদক প্রকাশকঃ এম এ জলিল
ম্যানেজিং এডিটরঃ আশরাফুল ইসলাম তুষার
মফস্বল এডিটরঃ ইমরান হোসেন
© Pratidinersomoy