কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফাহিম ইসরাক সাবাব বহিষ্কার


Ashraful Islam প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন /
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফাহিম ইসরাক সাবাব বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব ফাহিম ইসরাক সাবাবকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা বৈষম্যব ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফাহিম ইসরাক সাবাব কর্তৃক উত্থাপিত অভিযোগটি তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং অসত্য প্রমানিত হয়েছে। অভিযোগকারী মিথ্যা অভিযোগ এনে সংগঠনের সুনাম ক্ষুন্ন ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফাহিম ইসরাক সাবাব কে বহিষ্কার করা হলো।
এর আগের দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকান্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শারমিন আক্তার (মিতু) কে বহিষ্কার করা হয়।