পাকুন্দিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩মার্চ)বিকাল ৪ ঘটিকায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ কটিয়াদী/ পাকুন্দিয়া আসনে মনোনীত কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ,
প্রধান অতিথি মো, শফিকুল ইসলাম মোড়ল তার বক্তব্যে বলেন, আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। তাই আগামী নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।
প্রধান আলোচক কাজী সাইফুল্লাহ বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার সভাপতিত্বে ও মাওলানা ইলিয়াস হোসাইন সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্ডিপাশা ইউনিয়নে জামায়াতের সভাপতি মাওলানা মোঃ নুরুল্লাহ আনসারী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ ও এলাকা সর্বস্তরে জনগণ প্রমুখ।
আপনার মতামত লিখুন :