কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মেছগাঁও মোড়াকান্দি গ্রামের ১১ বছরের শিশু তৃষা ধর্ষণ মামলার আসামি সুরুজ আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেছগাঁও মোড়াকান্দি এলাকাবাসী ও তাড়াইলের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, ফজলুর করিম, আব্দুল হাকিম ও শিক্ষার্থীদের মধ্যে আতাবুর, মো. আলম, সোহাগসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা বেড়েই চলেছে। এর বড় একটি কারণ বিচারহীনতার রেওয়াজ। ক্ষমতা ও অর্থ দিয়ে অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এতে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে থাকে। সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে।
এ সময় বক্তারা ধর্ষক সুরুজ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে তাড়াইল থানার ওসি সাব্বির রহমানকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন।
আপনার মতামত লিখুন :