মাহবুবুর রহমান রানা,নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষণে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কলেজের মূল ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ।
মানববন্ধনে তারা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’, ’তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সারোয়ার হোসেন বলেন, একটি ছোট্ট শিশুর ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য চরম লজ্জাজনক! বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণকারীরা বার বার পার পেয়ে যাচ্ছে।
ফলে, সারাদেশে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা সিরিজ আকারে ঘটছে।
তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দেশের পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, মনে হচ্ছে দেশে কোনো সরকারই নেই।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দিতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, নারীরা আজ স্বাধীনভাবে চলাফেরা পারছেন না অথচ আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। আমরা এর বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো এবং ন্যায়বিচার আদায়ে আন্দোলন চালিয়ে যাবো।
সম্পাদক প্রকাশকঃ এম এ জলিল
ম্যানেজিং এডিটরঃ আশরাফুল ইসলাম তুষার
মফস্বল এডিটরঃ ইমরান হোসেন
© Pratidinersomoy