নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে শনিবার দূপুরে নড়াইল প্রেসক্লাব চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার ৩টি উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ এ কর্মসূচিতে অংশগ্হন করেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি চৌধুরী মোঃ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মোকশুদুল হক।
বক্তাগণ বলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ বর্তমানে ১০ম গ্রেডে কর্মরত আছেন। এসব কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধায়ক, মেন্টর, মনিটর, এসিআর ও ছুটি প্রদানকারী তথা সার্বিক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা। সম্প্রতি মহামান্য আদালতের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ১০ম গ্রেড প্রাপ্ত হয়েছেন। এক্ষেত্রে প্রধান শিক্ষক ও ইউএপিইও একই গ্রেডভুক্ত হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অফ কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারনে আমাদেরকে দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি ।
মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :