নিকলীতে পাইলটিয়ানদের পুনর্মিলনী অনুষ্ঠিত


Ashraful Islam প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন /
নিকলীতে পাইলটিয়ানদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে নিকলী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালাইমনাই এসোনিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান দীর্ঘ সাতাশি বছর পর এবারই প্রথম এ বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীর অ্যালামনাই এসোসিয়েশন গঠন করে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এস এস সি ব্যাচ ১৯৪৯ থেকে ২০২৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকাল সারে এগারোটায় ব্যাচ ভিত্তিক র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নিকলীর ইতিহাসে প্রাক্তন শিক্ষার্থীদের সর্বযুগের সেরা র‍্যালি ছিল এটি।

উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম নূরুলালাহ।

অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক সঞ্জিত কুমার সাহা ও সদস্য সচিব শোকরানা।

অ্যালমনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৪৯ ব্যাচের কারার গিয়াস উদ্দিন, ১৯৬৭ ব্যাচের মোজাম্মেল হক আবির, ১৯৭০ ব্যাচের কফিল উদ্দিন আহমদ ও গোপাল কৃষ্ণ দাস, ১৯৭৮ ব্যাচের এম ছাজ্জাদুল হক, ১৯৮২ ব্যাচের গিয়াস উদ্দিন, ১৯৮৩ ব্যাচের কারার আব্দুর রশিদ, ১৯৮৪ ব্যাচের আতিকুল ইসলাম তালুকদার হেলিম, ১৯৮৭ ব্যাচের এড বদরুল মোমেন মিঠু সহ প্রত্যক ব্যাচের একজন করে প্রতিনিধি এ অনুষ্ঠানে বক্তব্য দেন।