আবু হানিফ পাকুন্দিয়া, উপজেলা প্রতিনিধি:-পাকুন্দিয়া উপজেলায় চলমান এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে মো: আবদুল হালিম (৪৮) নামের এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিনি চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার বলে জানা গেছে।
আজ রবিবার (২৭এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ রবিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজী ১ম পত্র পরীক্ষায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: আবদুল হালিম প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার সময় কেন্দ্রে উপস্থিত শিক্ষকগণ তাকে আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন। বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০এর ১৮৮ ধারায় ২০০ টাকা অর্থদন্ড ও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :