আবু হানিফ( পাকুন্দিয়া)কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় ৩০ঘঠিকা পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। পাকুন্দিয়া,পৌরসভা, পাকুন্দিয়া থানা, উপজেলা স্বাস্হ্য, কমপ্লেক্স, ফায়ার সাভিস,পল্লী বিদ্যুৎ বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্কুল কলেজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাকুন্দিয়া,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন , সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান, , পাকুন্দিয়া থানা অফিসার ইনচাজ ওসি , সাখাওয়াত হোসেন , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পাকুন্দিয়া উপজেলা চত্বর মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ও বিএনসিসির ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
আপনার মতামত লিখুন :