পাকুন্দিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা জামায়াতে ইসলামী বড় পরিসরে ইফতার মাহফিল করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতারের আয়োজন করে দলটি।
এতে বিএনপি, ইসলামী শাসনতন্ত্র, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, ভয়েস অব পাকুন্দিয়া ও সাংবাদিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ বলেন, ২০০৫ সালের পর এবার ইফতারের আয়োজন করেছেন তাঁরা। এছাড়া বিভিন্ন রমজান মাসে ইফতারের আয়োজন করতে চাইলেও পুলিশি বাধার কারণে তাঁরা করতে পারেননি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আঃ জব্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাও. মো. আজহারুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির মাও. মোহাম্মদ তৈয়বুজ্জামান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আজিজুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাও. আবুল কাশেম বিপ্লব, ডা. মো. সোহরাব উদ্দীন ও মাও. মো. বোরহান উদ্দীন, জামায়াত মনোনীত কিশোরগঞ্জ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল ও ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :