আবু হানিফ,পাকুন্দিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি: : সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জেলা শাখা। সোমবার (২৪ মার্চ) উপজেলা সদরের অভিজাত একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি ও জেলা মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক শামসুল আলম সেলিম।
উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রটারি আবু নাঈম মো. আব্দুল্লাহ (মোমতাজ), উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম মিনহাজ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজমুল হক প্রমুখ।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :