ফুলবাড়ীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মিছিল ও নির্বাচনী পথসভা


Ashraful Islam প্রকাশের সময় : মে ২৪, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন /
ফুলবাড়ীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মিছিল ও নির্বাচনী পথসভা

মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম : ষষ্ঠ ধাপে ২৯ মে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের নিমিত্তে বৃহস্পতিবার (২৩ মার্চ) বাদ এশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকারের মটর সাইকেল মার্কার সমর্থিত লোকদের নিয়ে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক লুৎফর রহমান লাভলু মিয়া, কবি আজিজুল হক মন্ডল, সাবেক ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, ২ নং ওয়ার্ড শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহাজান মিয়া বাদশা, উপজেলা পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে দুই দুইবার আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান করেছেন, আমি চেয়ারম্যান হয়েছি। আপনাদের পাশে ছিলাম,আছি থাকবো। আমি এবারও মটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচন করবো আপনারা আবারও আমাকে আপনাদের মহামুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ্। এসময় উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও ভোটার গন উপস্থিত ছিলেন।