বাজিতপুরে উপজেলা রিপোর্টর্স ক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন /
বাজিতপুরে উপজেলা রিপোর্টর্স ক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

মো জসিম উদ্দিন,প্রতিনিধি বাজিতপুর কিশোরগঞ্জ:
গতকাল বৃহস্পতিবার বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনের ভিআইপি লাউঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম,জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা বাহার উদ্দিন ভূইয়া,অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সারকেল সত্যজিত রায়, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. বনী আমিন, বাজিতপুর বারের সাধারণ সম্পাদক তৌহিদ ফত্তাহ,বিশিষ্ট আইনজীবী মো রেজু মিয়া, আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোঃ ওয়াজ ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে জনাব ফারাশিদ বিন এনাম সাংবাদিকদের এমন আয়োজনে উৎফুল্লতা প্রকাশ করে বলেন যে বাজিতপুরের সাংবাদিকদের আতিথ্য আমাকে মুগ্ধ করেছে সারাজীবন মনে রাখবো। তিনি আরও বলেন রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক অত্যন্ত আন্তরিক ও সহযোগীতা পরায়ন। এদিকে বাজিতপুর সার্কেল সত্যজিত রায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে । জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা বাহার উদ্দিন ভূইয়া সাংবাদিকদের এমন আয়োজনে ভূয়সী প্রশংসা করে সাংবাদিক বান্ধব ভূমিকা রাখেন। ক্লাবের সাংবাদিক নেতারাও ডা বাহার উদ্দিন ভূইয়ার পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয ব্যক্ত করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মুরাদ হোসেন সাংবাদিকদের এমন আয়োজনকে নজিরবিহীন উল্লেখ করে পাশে থাকার কথা জানান। ভূরিভোজ শেষে আনন্দমুখর পরিবেশে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের সাথে অনুষ্ঠানের সমাপ্তি হয়।