বাজিতপুর,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হালিমপুর ইউনিয়ন ছয়পাইকা গ্রামের জাহাঙ্গীর কবির( ৪৫) দীর্ঘ দিন যাবৎ ঢাকায় ব্যবসা বানিজ্য করে আসছেন। এদিকে হায়দার( ২৫) পিতা বড় আবু, গ্রাম ইন্দুর দাইর হালিমপুর বাজিতপুর কিশোরগঞ্জ। সে একজন বখাটে নেশাখোর বলে জানান অভিযোগকারী। অভিযুক্ত হায়দারের নামে বিভিন্ন অপরাধের মামলা চলমান। অভিযোগকারী জাহাঙ্গীর প্রতিবেদককে জানান যে হায়দার বিভিন্ন সময় আমার কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতো আর টাকা না দিলেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। অনেক সময় টাকা দিয়েও তার এমন অত্যাচার থেকে বাঁচাতে পারিনি। হুমকি ধমকি আর গালাগালিতে আমি অতিষ্ট। গত মাসখানেক আগে সান্ত্রি হায়দার আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকৃতি জানালে সে আমার উপর ক্ষুব্ধ হয়ে ৯/৩/২৫ তারিখ বিকাল ৫ টা ২৫ মিনিটে ০১৩১৩৩২০৪৯২ এ নাম্বার থেকে আমার মোবাইল নাম্বার ০১৭১৭৭০০৩২০ এ কল দিয়ে আমি ও আমার মাসহ আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় যে টাকা না দিলে আমাকে গুলি করে মেরে ফেলবে। অভিযোগকারী জাহাঙ্গীর কবির আরও জানান যে তিনি বিষয়টি অভিযোগ আকারে বাজিতপুর থানায় দাখিল করেন। অভিযুক্ত হায়দারের কাছে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে বারবার যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেন নি। এদিকে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মুরাদ হোসেন কে জিজ্ঞেস করলে তিনি জানান যে বিষয়টি এখনো তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :