যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হলে বাড়বে এইডস রোগীদের মৃত্যু-


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন /
যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হলে বাড়বে এইডস রোগীদের মৃত্যু-

জাতিসংঘের এইচআইভি/এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডস-এর প্রধান উইনি বিয়ানইমা সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় আগামী চার বছরে প্রায় ৬০ লাখ এইডস রোগীর মৃত্যু হতে পারে। তিনি জানিয়েছেন, গত ২৫ বছরে এইডস মোকাবিলায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, তা এখন হুমকির মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের সাহায্য কমানো এবং তার প্রভাব-

ইউএনএইডস-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এইডস মোকাবিলায় সবচেয়ে বড় দাতা দেশ ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দেশটি এই সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। বর্তমানে জাতিসংঘের অধীনে থাকা এইডস রোগীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ এখন পর্যন্ত কোনো দেশ বা সংস্থা সেই সহায়তার ঘাটতি পূরণ করতে আগ্রহ দেখায়নি।

জাতিসংঘের হিসাব বলছে, ২০২৩ সালে বিশ্বে প্রায় ৬ লাখ মানুষ এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং আগামী কয়েক বছরে প্রায় ৯০ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত না করা যায়, তবে এইডস মহামারি ১৯৯০-এর দশকের ভয়াবহ রূপে ফিরে আসতে পারে।

বৈশ্বিক সংকটের সম্ভাবনা-

এই সাহায্য বন্ধ থাকলে শুধু আফ্রিকা নয়, ল্যাটিন আমেরিকা ও পূর্ব ইউরোপেও এইডস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যেতে পারে। ইউএনএইডস-এর আশঙ্কা, বর্তমানে নিয়ন্ত্রণে থাকা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে মোড় নিতে পারে, যা বিশ্বজুড়ে এক বিপর্যয় ডেকে আনবে।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান-

উইনি বিয়ানইমা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সহায়তা কমানোর বিষয়টি পুনরায় পর্যালোচনা করে। তার মতে, যুক্তরাষ্ট্র যদি সহায়তা বন্ধ করতেই চায়, তবে তা ধাপে ধাপে করা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই সহায়তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।