প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামলাজনিত কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন—এ তথ্য উপজেলা নির্বাহী অফিসার, করিমগঞ্জ কর্তৃক জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩(২), ১০১ ও ১০২ মোতাবেক এবং ১৯ আগস্ট ২০১৪ তারিখের সংশ্লিষ্ট পরিপত্রের আলোকে মোঃ লিটন মেম্বারকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন জানান, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের শতভাগ চেষ্টা করবেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ লিটন মেম্বার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড থেকে পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :