লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ চুরি


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন /
লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ চুরি

নগদ টাকা,স্বর্ণালংকারসহ ১০ লক্ষ টাকার ক্ষতি

সরদার রইচ উদ্দিন টিপু,লোহাগড়া প্রতিনিধি নড়াইল :
নড়াইলের লোহাগড়ার মরিচপাশা গ্রামের ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেনের বাড়ীতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০মার্চ)গভীর রাতে চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণালংকার, টিভি ,ফ্রিজ,পানির পাম্প ও বিভিন্ন মালামালসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। পুলিশ শুক্রবার(২১মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেন লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সোনালী ব্যাংকের ম্যানেজার মহব্বত হোসেনের বাড়ীতে বৃহস্পতিবার রাতে যে কোন সময় চোরের দল এক তলা ভবনের রান্না ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা গ্যাসের চুলা ,সিডিন্ডার,পানির পাম্প, প্রেসার কুকার ,রাইচ কুকার, টেলিভিশন, আলমারী এবং শোকেচ ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার,কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা ।
ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, মা বড় ভাইয়ের বাসায় ঢাকায় বেড়াতে যাওয়ার সুবাদে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা ঘরের জানালার গ্রীল কেটে সব মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানা পুলিশ কে অবহিত করেছি এবং লিখিত অভিযোগ দিয়েছি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, চুরির বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।