সরদার রইচ উদ্দিন টিপু, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন আমাদা গ্রামে পূর্ব পাড়া যুব সংঘ ঈদ উপলক্ষে ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।
৩০ মার্চ সোমবার সন্ধ্যায় (ঈদের দিন) সরদার রইচ উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি আর জে ট্রাভেলস স্বাধিকার মোঃ রনু এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আমাদার কৃতি সন্তান খান সালাউদ্দিন, মোঃ কামরুল মৃধা, ছিরু মোল্যা, মোঃ শরিফুল গাজী, ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রাজা শেখ সহ অনেকে।
বক্তারা বলেন, এ এক সম্প্রতির বন্ধন, আমাদার ছেলেরা খেলাধুলা ও লেখাপড়া করতে জানে এটাই তার প্রমান।
টুর্নামেন্ট আয়োজনে ছিলেন, মোঃ রহিম মোল্যা, কামরুল মৃধা, মোঃ গিয়াস খান, রাসেল শেখ, ইখতিয়ার মৃধা, তন্ময় সরদার,রহমান মোল্যা, বুলবুল তালুকদার, নাদিম শেখ, সামিউল ইসলাম, অন্তর মৃধা প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শেখ মশিয়ার রহমান।
আপনার মতামত লিখুন :