লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন /
লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার জাতীয় পরিচয় পত্র( এন আই ডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারাদেশের ন্যায় লোহাগড়ায় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ই মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. শওকত আলী, উপজেলা সহকারী নির্বাচন অফিসার প্রীতম দাস, ডাটা এন্ট্রি অপারেটর মানিক বিশ্বাস,সুলতানা খানম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, নির্বাচন অফিস থেকে এন আইডি কার্ড ও তথ্য অন্য দপ্তরের হস্তান্তর করলে এতে দেশের জনসাধারন জনগনের ভোগান্তি বাড়বে। আমরা প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সঠিক নিয়মে জনগনের সেবা দিয়ে আসছি।তাই আমরা জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে রাখার জন্য দাবী জানাচ্ছি।

আজ আমরা সারাদেশের ন্যায় স্ট্যান্ড ফর এন আইডির ব্যানারে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করছি। এতে করে সকল প্রকার সেবা বন্দ থাকবে। আমাদের দাবী মেনে না নিলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।