রবিবার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে আশ্রয় দেওয়া আফজাল স্যু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে তারা পৌঁছালে গ্রেপ্তারকৃত আফজাল হোসেনকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাবেক এমপি আফজাল হোসেন সোমবার ভোরের আগেই মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন। এ জন্য তিনি সীমান্তের একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন বলেও জানা গেছে।
সম্পাদক প্রকাশকঃ এম এ জলিল
ম্যানেজিং এডিটরঃ আশরাফুল ইসলাম তুষার
মফস্বল এডিটরঃ ইমরান হোসেন
© Pratidinersomoy