সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়া কলাদিয়া ঈদ উদযাপন


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন /
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়া কলাদিয়া ঈদ উদযাপন

আবু হানিফ,পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামে আজ রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। দেশে প্রচলিত নিয়মের এক দিন আগেই উপজেলার কলাদিয়া গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ঈদে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।ময়মনসিংহের মাওলানা শায়েখ আবদুল্লাহ মাসুম এই ঈদের জামায়াতে ইমামতি করেন। এলাকাবাসী জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বিগত ১৩ বছর ধরে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামসহ আশপাশের এলাকার দুই শতাধিক নারী-পুরুষ পবিত্র রোজা ও দুটি ঈদ উৎসব পালন করে আসছেন।এ ধারাবাহিকতায় আজ রবিবার সকাল ৮টায় তাঁদের নির্মিত হযরত আবু বকর সিদ্দিক (রা:) নামের জামে মসজিদে এ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এই মতের অনুসারী কলাদিয়া গ্রামের ডা. মাজু মিয়া বলেন, ২০১২ সাল থেকে আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে পবিত্র রোজাসহ ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা পালন করে আসছি।