আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি :-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মো: হৃদয় (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধো সাটিয়াদী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো: মোস্তফার ছেলে এবং পেশায় মাইক্রো ড্রাইভার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী অভিমান করে বাপের বাড়ি হোসেন্দীর নগরপাড়া গ্রামে চলে যায়। এরপর দুপুর ১২ টার দিকে হৃদয় তার ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো.মোবারক হোসেন পাকুন্দিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :