হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন /
হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার ( ২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস।
উপজেলা সমাজসেবা অফিসার মো: এহাছনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ – আল- সোহান।
উপজেলা সমাজসেবা অফিস জানায়, বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন সদস্যদের মাঝে ২২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মো : এহছানুল হক বলেন, আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রতি বছর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়ে থাকে। ঋণগ্রহীতাগণ ১০ কিস্তিতে প্রতিমাসে ঋণ পরিশোধ করার বিধান রয়েছে।