সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫ নম্বর শাহেদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৫ই মার্চ) বিকেলে উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি মো. খসরুজ্জামান শরীফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক স্পেশাল পিপি এ্যাডভোকেট মুঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু,মো.ফরিদ উদ্দিন, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক নুরুল আমিন পারভেজ, প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, মো. রিপন মাস্টার, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক মোঃ নবী হোসেন, বিএনপিনেতা রবিউল আলম রবিন, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাদল ,শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বাক্কার, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া প্রমূখসহ জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যাক নেতা কর্মী। অতঃপর ইফতারের পূর্বক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চলমান রাজনৈতিক কমিটি গঠন ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে এমনই জাঁকজমকপূর্ণ ভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইতিপূর্বে প্রতিটি ইউনিয়নে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটি গুলো গঠিত হয়। যেখানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম কাঞ্চন, আবুল হাসিম সবুজ, মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যান্য যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা নেতৃবৃন্দের স্বাক্ষরে ইউনিয়ন কমিটিগুলো সম্পন্ন হয়।এ নিয়ে একটি কুচক্রী মহলের অবান্তর ও অর্থহীন বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই। প্রসঙ্গত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জানান, যেকোনো চিঠিই জেলা দপ্তর সম্পাদক রিসিভ করতেই পারেন। তবে সভাপতির অনুমোদন ছাড়া কোন ইউনিয়ন কমিটি গ্রহনযোগ্য নয়। দলীয় গঠনতন্ত্র মোতাবেক ওই বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন :