হোসেনপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ৮:৩৮ পূর্বাহ্ন /
হোসেনপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ই মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত ওই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক স্পেশাল পিপি এ্যাডভোকেট মুঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, গোবিন্দ পুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, সেলিম মাহবুব সবুজ, রফিকুল ইসলাম, সেলিম মিয়া, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, গোবিন্দপু ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অংগসংগঠনের জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন । অতঃপর ইফতারের পূর্বক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে এমনই জাঁকজমকপূর্ণ ভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।