কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
ইসলাম ও আলেম উলামাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ঐতিহাসিক শহীদী মসজিদ ও আলজামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আতহার আলী রহ.কে নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা আলজামিয়াতুল ইমদাদিয়ার প্রাক্তন ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা হাকীমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহ. এর বিশিষ্ট খলিফা শায়খুল ইসলাম,আল্লামা আতহার আলী রহ.কে নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কটূক্তিমূলক বক্তব্যের জন্য প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।অন্যথায় বৃহৎ আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করা হয়।এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাও.আনজার শাহ তানিম,মাও.মাজহার শাহ,আশিক আশরাফ,মাও.কে এম নাজিমউদ্দিন সহ কয়েক হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশগ্রহণ করে।
উল্লেখ্য,সম্প্রতি এক টকশোতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান মাওলানা আতহার আলী রহ.কে রাজাকার বলে সম্বোধন করেন।এতে ক্ষিপ্ত হয় কিশোরগঞ্জ সহ সারাদেশের আলেম উলামা ও তৌহিদী জনতা।এরই প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা।