হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন /
হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো। এ সময় উপস্থিত ছিলেন ডা. দেবাঞ্জন পন্ডিত,সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারী।

জানা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪ টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। অভিভাবকরা নির্ধারিত বয়সের শিশুদেরকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।