বাজিতপুর থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত,সাংবাদিকদের সহযোগিতার আহ্বান


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ন /
বাজিতপুর থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত,সাংবাদিকদের সহযোগিতার আহ্বান

মোঃ খসরু মিয়া বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাজিতপুর থানার উদ্যোগে থানার প্রাঙ্গণে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিত রায়। এতে উপস্থিত ছিলেন বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ইনকিলাব প্রতিনিধি রফিকুল ইসলাম,বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও ভাটির সাতকাহন পত্রিকার বার্তা সম্পাদক শেখ জসিম উদ্দীন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও ভোরের ডাকের প্রতিনিধি সাব্বির হোসেন মানিক, বাংলা টিভি ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ খসরু মিয়া,এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি আল-আমিন,মানবজবিনের প্রতিনিধি মাহাবুব কামাল,যায়যায়দিনের প্রতিনিধি মহিউদ্দিন লিটন,সিনিয়র সাংবাদিক শিল্পী বনিক,দৈনিক আস্থার প্রতিনিধি আশরাফুল ইসলাম,বাংলাদেশ সময়ের প্রতিনিধি ইফরানুল হক সেতু,
একুশে টিভির প্রতিনিধি আব্দুর রহমান,আজকের বসুন্ধরা প্রতিনিধি আব্দুল ছলিম,কালবেলা উপজেলা প্রতিনিধি লিয়াকত আলী, জনতার বিপ্লব প্রতিনিধি সুমি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন। ভবিষ্যতেও তাদের কাছ থেকে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রত্যাশা করছি। পাশাপাশি, বাজিতপুর থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাই।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন।