কটিয়াদীতে জামায়াতের ইফতারে এক মঞ্চে সব রাজনৈতিক দল 


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন /
কটিয়াদীতে জামায়াতের ইফতারে এক মঞ্চে সব রাজনৈতিক দল 

সাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮ মার্চ  সন্ধায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই ইফতার অনুষ্ঠিত হয়েছে।

এতে উল্লেখযোগ্য সবগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছে৷ এসময় সমৃদ্ধ দেশ গঠনে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন উপস্থিত সবাই৷

জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

কটিয়াদী শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (iab) এর কটিয়াদী উপজেলা সহ সভাপতি মুফতি বরকত হোসাইন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাফাজ্জল হক, ইসলামী ঐক্যজোট একাংশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা চাঁন মিয়া, উপজেলা মুজাহিদ কমিটির সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শফিকুল ইসলাম শফিক,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শহিদুল ইসলাম দুলালসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।