লোহাগড়ায় নগদ টাকা,স্বর্ন অলংকার নিয়ে গৃহবধূ হাওয়া


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন /
লোহাগড়ায় নগদ টাকা,স্বর্ন অলংকার নিয়ে গৃহবধূ হাওয়া

সরদার রইচ উদ্দিন টিপু,জেলা প্রতিনিধি নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের গৃহবধূ লাইজু আক্তার ২৯, তার শশুর বাড়ি হতে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে বাড়ির লোকজনদের কিছু না জানিয়ে পালিয়েছেন বলে অভিযোগ।
গৃহবধূ লাইজু আক্তার ওই গ্রামের আল ইমরান মোল্লার এর স্ত্রী,

এঘটনায় আল ইমরানের বাবা রবিবার রহমান মোল্লা ১৭ মার্চ সোমবার লোহাগড়া থানায় একটি লিখত অভিযোগ দায়ের করছেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে ১১বছর আগে লাইজু আক্তারের সঙ্গে বিবাহ হয় আল ইমরান ও লাইজুর সংসারে পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে এবং আল ইমরান বাংলাদেশ সেনাবাহিনীতে ঢাকায় কর্মরত রয়েছেন।

বিবাহর পর থেকেই সংসারে বনিবনা হয়নি পুত্রবধূর সাথে শশুর শাশুড়ির।এ কারণে পুত্রবধু ও শ্বশুর, শ্বাশুড়ি আলাদা অন্নভুক্ত। পুত্রবধূকে কোন কিছু বললে আল ইমরানকে চাকরি চুত্য করার দেয়ার ভয় দেখায় ওই গৃহবধূ।

আল ইমরানের মা জোহরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় আর্মির চাকরি করে আর পুত্রবধূ বাড়িতে থেকে বিভিন্ন অপকর্ম করে। ছেলের চাকরি যাওয়ার ভয়ে আমরা কোন কিছু বলি না। আমার ছোট ছেলে সাকিব আল মাহিম পুত্রবধুর ঘরে গরুর খড় আনতে গেলে তাকে মেরে ফেলার চেষ্টা ও করছে ওই লাইজু। এর আগে আমার পুত্রবধূ বাড়ি থেকে দুই তিনবার কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছে এরপরে আমরা তাকে ফিরিয়ে এনেছি। সর্বশেষ সে চলে যাওয়ার সময় আমাদের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সর্বস্বান্ত করে গিয়েছে। এ বিষয়ে আমরা আমাদের নগদ টাকা স্বর্ণালংকারসহ পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই,
এবিষয়ে সাংবাদিকরা লাইজু আক্তার ও তার ভাই আলমগীরের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই

এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন লাইজু আক্তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।