বাজিতপুরে তিনটি দোকানে রহস্যময় অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই


Ashraful Islam প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ১:০৪ অপরাহ্ন /
বাজিতপুরে তিনটি দোকানে রহস্যময় অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

মোঃ খসরু মিয়া বাজিতপুর কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের নারী ইজারাদার বিলকিছ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানসহ তিনটি দোকানে রহস্যজনক অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার পরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
বিলকিছ আক্তারসহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুতের তার, মিটারসহ সবকিছু ঠিক আছে। কিন্তু দোকানের ভিতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি চান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।