হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


Ashraful Islam প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন /
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্ঠে আমিনুল ইসলাম আন্নাছ নামের এক ভেটেরিনারি ফার্মেসী ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ দুগ্ধ খামারে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে গরুর দুধ দোহন করতে যায় আমিনুল। এ সময় মেশিনের লিকেজ লাইন থেকে তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন ও উপজেলার সিদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।