নুরুল হক সভাপতি ও ইমতিয়াজ হোসেন লস্কর (পাপ্পু,) কে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদ। গতকাল শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান খান স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়।
কমিটি ঘোষণা পর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি
মো:নুরুল হক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন লস্কর ( পাপ্পু,) ও সাংগঠনিক সম্পাদক এহসান অন্তর সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটিকে
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন কিশোরগঞ্জ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন শ্রমিক অধিকার পরিষদ, কিশোরগঞ্জ হাওর অঞ্চলের অবহেলিত শ্রমজীবী মানুষের উন্নয়ন ও নায্য অধিকার নিয়ে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি নুরুল হক জানান, কমিটি ঘোষণার পর থেকে যারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন সকলকে কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।
তিনি বলেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে আমার ভি.পি নুরুল হক নূরের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, এখন আমাদের শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে এই কিশোরগঞ্জে ভি.পি নুর তথা গণঅধিকার পরিষদের দূর্গ গড়ে তুলবো ইনশাআল্লাহ
আপনার মতামত লিখুন :